তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বর্তমান সরকারের উদ্যোগ ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে অবহেলিত চলনবিল এলাকায় প্রাণের স্পন্দন সৃষ্টি হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, বিদ্যুৎ, প্রযুক্তিসহ নানামুখী উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে চলনবিল আজ আলোকিত ও অগ্রসর জনপদ।
শুক্রবার সন্ধায় নাটোরের সিংড়ায় আত্রাই নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, নৌকা বাইচ গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী উৎসব। পৃষ্টপোষকতার অভাবে এসব উৎসব গ্রাম বাংলা থেকে হারিয়ে যাচ্ছে। আমরা চেষ্টা করছি চলনবিলের হারিয়ে যাওয়া এ উৎসবকে ফিরিয়ে আনতে।
আত্রাই নদীর গোডাউনপাড়া থেকে কতুয়াবাড়ী ঘাট পর্যন্ত তিন কিলোমিটার দূরত্বের এই প্রতিযোগিতায় তিনটি জেলার ১২টি দল অংশগ্রহণ করে। নদীতে শত শত নৌকায় ও নদীর উভয় তীরে হাজার হাজার মানুষ ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ উপভোগ করেন। এর আগে সিংড়া ব্রিজ পয়েন্টে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন