ঝিনাইদহে ‘বন্দুকযুদ্ধে’ শফিউদ্দিন ওরফে মিনি শফি (৪২) নামে একজন ডাকাত নিহত হয়েছে। পুলিশের দাবি বংকিরা গ্রামের বেলতলা নামকস্থানে নিজেদের মধ্যে গুলাগুলিতে ওই ডাকাত সদস্যের মৃত্যু হয়েছে। এ সময় অস্ত্র, গুলি, বোমা ও রামদা উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার ভোর রাতের দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত ব্যক্তি একই উপজেলার চোরকোল গ্রামের সুবারেক মোল্লার ছেলে।
ঝিনাইদহ পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রামে আজ ভোরের দিকে দুইদল ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় শফি ওরফে মিনি শফি নামে এক ডাকাত নিহত হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, ১রাউন্ড গুলি, ২টি তাজা হাত বোমা ও ২টি রামদা উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ আরো জানায়, নিহত মিনি শফি ঝিনাইদহ বংকিরা গ্রামের চাঞ্চল্যকর সেনা সদস্য সাইফুল হত্যা মামলার অন্যতম আসামি ছিল এবং তার বিরুদ্ধে সদর থানায় আরো ৩টি ডাকাতি মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/২৯ সেপ্টেম্বর ২০১৮/হিমেল