কিশোরগঞ্জে বজ্রপাতে শহীদ মিয়া নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ সকালে এ ঘটনা ঘটে।
শহীদ মিয়া সদর উপজেলার বৌলাই নয়াপাড়া গ্রামের মুর্শিদ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে বাড়ির পাশে জমিতে কাজ করছিলেন শহীদ মিয়া। এ সময় মুষলধারে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সাথে প্রচণ্ড বজ্রপাতে আক্রান্ত হন তিনি। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/২৯ সেপ্টেম্বর ২০১৮/হিমেল