মাদারীপুর পৌর শহরে পাকদী এলাকার একটি নির্মাণাধীন ভবনে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই শ্রমিক নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আজ দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন মস্তফাপুর ইউনিয়নের চাপাতলী গ্রামের অানিস মাতুব্বরে ছেলে সিরাজুল মাতুব্বর (২৯) ও ঘটমাঝি ইউনিয়নের ভদ্রখোলা গ্রামের শাহ আলম মাতুব্বরের ছেলে সুমন মাতুব্বর (২২)।
মাদারীপুর থানার ওসি কামরুল হাসান বলেন, শহরের পাকদী এলাকার হাবিবুর রহমান মোল্লার বাড়িতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক পরিস্কার করতে সিরাজুল প্রবেশ করেন। পরে তিনি ফিরে না আসায় আরেক শ্রমিক সুমন প্রবেশ করলে তিনিও তিনিও অসুস্থ হয়ে পড়েন। পরে ফায়ার সার্ভিসের একটি দল তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/২৯ সেপ্টেম্বর ২০১৮/হিমেল