‘আমার হার্ট, তোমার হার্ট সুস্থ রাখতে অঙ্গীকার করি একসাথে’ এই শ্লোগানে নোয়াখালীতে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় হার্ট দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের উদ্যোগে মাইজদী শহরে শোভাযাত্রা বের করা হয়।
এর আগে নোয়াখালী ডাইবেটিস হাসপাসপাতালে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল নোয়াখালীর সভাপতি এবিএম জাকারিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন, নোয়াখালী জেনারেল হাসপাতালের আরএমও সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম, এনআরডিএস এর প্রধান নির্বাহী পরিচালক আবদুল আউয়াল, এপপিএবির সাধারণ সম্পাদক ফিরোজ আলম আজাদ প্রমুখ।
বিডি প্রতিদিন/২৯ সেপ্টেম্বর ২০১৮/হিমেল