পটুয়াখালীর কলাপাড়ায় বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে। জুনোটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম সিডিসি, স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি পৌর শহরের শেখ কামাল সেতুর নিচের সড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার চিম্ময় হাওলাদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন ডাক্তার জে. এইচ খান লেলীন, ডাক্তার মাহাবুবুর রহমান, ডাক্তার আশ্রাফুল ইসলাম প্রমুখ।
এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা, কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও রোগীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ফারজানা