কক্সবাজারের পাহাড়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ ইয়াবা ব্যবসায়ী শামসুল আলম মার্কিনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ লাশ উদ্ধার করা হয়। এসময় অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।
জানা যায়, সকালে খবর পেয়ে কক্সবাজার সদর থানা পুলিশের একটি টিম কলাতলীস্থ কাটা পাহাড়ে গিয়ে পরিত্যক্ত অবস্থায় এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ, একটি দেশীয় অস্ত্র ও ইয়াবা উদ্ধার করেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে কক্সবাজার মর্গে প্রেরণ করে।
উল্লেখ্য, গত ২ দিন আগে কক্সবাজার যাওয়ার পথে নিখোঁজ হয় সাবরাং ইউনিয়নের নয়াপাড়ার মৃত মৌলভী আলী হোছাইনের ছেলে শামসুল আলম মার্কিন (৪৮)। নিহতের ভাই আব্দুস সামাদ মর্গ থেকে তার ভাইয়ের লাশ গ্রহণের সত্যতা স্বীকার করেছেন।
বিডি প্রতিদিন/২৯ সেপ্টেম্বর ২০১৮/হিমেল