ফরিদপুরে র্যাব-৮ এর সদস্যরা অভিযান চালিয়ে অর্ধডজন মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী আরাফাত হোসেন ওরফে ভাগনে জুয়েলকে আটক করেছে। গোপন সংবাদের ভিক্তিতে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে শহরের ব্রাহ্মনকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এসময় তার সহযোগী ফারজানা আক্তার ও আরিফুল ইসলামকে আটক করে। তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ওয়ান স্যুটারগান, একটি ম্যাগজিন, ৯ রাউন্ড গুলি, একটি চাপাতি, দুইটি ধারালো অস্ত্র, ১১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ বিষয়ে সংবাদ সম্মেলনে র্যাব ফরিদপুর ক্যাম্পের কমান্ডার রইছ উদ্দিন জানান, আটককৃত শীর্ষ সন্ত্রাসী ভাগনে জুয়েল দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে সাভার থানায় হত্যা, অস্ত্রসহ ৬টি মামলা রয়েছে। এক বছর আগে ঢাকার সাভার থানাধীন হেমায়েতপুরের আলমনগর সুগন্ধা হাউজিং প্রকল্প এলাকা থেকে রাজধানী ঢাকার অন্যতম ত্রাস ফাঁসির দণ্ডপ্রাপ্ত শীর্ষ সন্ত্রাসী নোমান ইবনে বাশার ওরফে টিবিএস বাবুর সাথে অস্ত্র-গুলিসহ আটক হয়েছিল। প্রায় ৫ মাস পূর্বে জামিনে বের হয়ে বর্তমানে সে ফরিদপুর এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করে। উদ্ধারকৃত অস্ত্র-গুলি ও মাদকসহ ৩ আসামিকে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/২৯ সেপ্টেম্বর ২০১৮/হিমেল