চাঁপাইনবাবগঞ্জে নবনির্মিত ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালের ৮ তলা ভবনের উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকাল ১০ টায় হাসপাতাল চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের গণপূর্ত সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী মো. জিল্লুর রহমান, জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক ও পুলিশ সুপার এটিএম মোজাহিদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান মো. মোখলেসুর রহমান, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রুহুল আমিন, পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মিজানুর রহমান মিজান, বিএমএ জেলা সভাপতি ডা. দুররুল হুদাসহ অন্যরা।
২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৮ তলা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতাল ভবনটি আজ উদ্বোধন করা হলেও আগামী জানুয়ারি মাসে জনগণের সেবার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে বলে জানান গণপূর্ত বিভাগের এক কর্মকর্তা।
বিডি প্রতিদিন/২৯ সেপ্টেম্বর ২০১৮/হিমেল