'সুস্থ হার্ট গঠনে- অঙ্গীকার করি একসাথে' এই প্রতিপাদ্য নিয়ে শনিবার ফরিদপুরে বিশ্ব হার্ট দিবস পালিত হয়েছে।
ফরিদপুর হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে সকাল ৯ টায় শহরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে ফরিদপুর হার্ট ফাউন্ডেশনের চতুর্থ তলার হল রুমে “আমার হার্ট, তোমার হার্ট সুস্থ রাখতে অঙ্গীকার করি একসাথে” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর হার্ট ফাউন্ডেশনের সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান শামীমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডিডিএলজি ফরিদপুর মো: এরাদুল হক, যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর এ.বি.এম সাত্তার, ফরিদপুর ডায়াবেটিক সমিতির সম্পাদক প্রফেসর শেখ আব্দুস সামাদ, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. আব্দুস সালাম, এ্যাডভোকেট রবীন্দ্রনাথ সাহা, রাজবাড়ী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ মোল্লা।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ফরিদপুর হার্ট ফাউন্ডেশনের সম্পাদক প্রফেসর এম.এ সামাদ। বিশ্ব হার্ট দিবস উপলক্ষ্যে ফরিদপুর হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে সুস্থ হৃদরোগ বিষয়ক সচেতনতামূলক বিলবোর্ড স্থাপন করা হয়েছে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন