দিনাজপুরের বিরামপুরে শাখা যমুনা নদী থেকে অজ্ঞাত নামা নারীর লাশ উদ্ধার করেছে বিরামপুর পুলিশ।
শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে বিরামপুর উপজেলার আদর্শপাড়া গ্রামের শাখা যমুনা নদীর ঘাট থেকে লাশটি উদ্ধার করা হয়।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ রইচ উদ্দিন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, লাশের কোন পরিচয় পাওয়া যায়নি। বয়স অনুমানিক ৩০-৩৫ বছর বলে মনে হচ্ছে। লাশ ময়না তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন