কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর রামকান্ত উচ্চ বিদ্যালয়ের শত বছর পূর্তি উৎসব শনিবার অনুষ্ঠিত হয়েছে। উদযাপন কমিটির সভাপতি ও শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নারায়ন চন্দ্র দেবনাথের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রীমকোর্ট হাইকোর্ট ডিভিশনের বিচারপতি এম. ফারুক।
প্রধান বক্তা ছিলেন উদযাপন কমিটির প্রধান পৃষ্ঠপোষক ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয়ের সাবেক সচিব দেওয়ান জাকির হোসাইন। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক আবুল ফজল মীর, অধ্যক্ষ আব্দুল মজিদ, অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন, উপজেলা চেয়ারম্যান সৈয়দ আব্দুল কাইয়ুম খসরু, উপজেলা নির্বাহী অফিসার মিতু মরিয়ম, মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম।
বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র ব্যারিস্টার কামরুল হাসান, ড. সুজিত রঞ্জন সাহা, উদযাপন কমিটির সাধারণ সম্পাদক আবুল হাসেম হাসু, স্বেচ্ছাসেবকলীগ নেতা ড. আহসানুল আলম সরকার কিশোর, দেশ পাবলিকেশন্সের ব্যবস্থাপনা পরিচালক আল-আমিন সরকার, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মমিনুল ইসলাম মুকুল প্রমুখ।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন