ঠাকুরগাঁওয়ে ট্রাক্টরের ধাক্কায় ইউনিয়ন ছাত্রলীগ নেতা রুহুল আমিন ঘুটু (২২) নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শীবগঞ্জ ডিগ্রী কলেজের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
রুহুল আমিন পারপুগী এলাকার রশিদুল ইসলামের ছেলে ও ১০নং জামালপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও থেকে পীরগঞ্জ যাওয়ার সময় শীবগঞ্জ ডিগ্রী কলেজের সামনে বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাক্টর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হয়। এসময় চালক ট্রাক্টর রেখে পালিয়ে গেলে স্থানীয়রা ট্রাক্টরটিতে আগুন ধরিয়ে দেয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নিহতের পরিবার লাশ নিয়ে গেছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/২৯ সেপ্টেম্বর ২০১৮/আরাফাত