বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে সাতক্ষীরায় বিশাল নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র ও সাফল্য তুলে ধরা হয়েছে।
শনিবার সকালে শহরের নিউ মার্কেট মোড়ে এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাতক্ষরা সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে নেতাকর্মী ও নারীরা সমবেত হলে পুরো সমাবেশ এলাকা পরিণত হয়ে যায় জনসমুদ্রে। 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' শুভ শুভ শুভ দিন শেখ হাসিনার জন্মদিন' স্লোগানে আর ব্যানারের সঙ্গে হাজার-হাজার নেতাকর্মী ও নারীদের অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে সাতক্ষীরা শহর।
সমাবেশে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ নুরুল হক, দফতর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদস্য ডা. মুনছুর আহমেদ, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা জ্যোস্না আরা প্রমুখ।
বিডি প্রতিদিন/২৯ সেপ্টেম্বর ২০১৮/আরাফাত