গোপালগঞ্জে বালু কাঁটা ড্রেজারের রশি ছিড়ে পুকুরের পানিতে পড়ে মোহন গোলদার (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ড্রেজারের মালিক দুই সহোদরকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে গোপালগঞ্জ সদর উপজেলার তাড়গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রায় মোহন গোলদার গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় গ্রামের সুবল গোলদারের ছেলে। গ্রেফতারকৃরা হল-একই গ্রামের শ্যামল গোলদারের দুই ছেলে সজল গোলদার ও সুজন গোলদার।
গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম ফারুক জানান, গোপালগঞ্জ সদর উপজেলার তাড়গ্রামের মিজানুর রহমানের পুকুর থেকে দেশিয় ড্রেজারের মাধ্যমে বালু তুলছিলেন শ্রমিকেরা। এসময় ড্রেজারের রশি ছিড়ে গেলে বাঁধা থাকা বাঁশের ধাক্কায় শ্রমিক রায় মোহন গোলদার পুকুরে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে দেড় ঘন্টা পর শ্রমিকেরা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এঘটনায় ড্রেজার মালিক দুই সহোদর সজল গোলদার ও সুজন গোলদারকে আটক করেছে পুলিশ। মৃতদেহের মায়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার