হাওরে আগাম বন্যায় করণীয় বিষয়ে কিশোরগঞ্জে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা পপি এলনা প্রকল্প ও অক্সফামের সহায়তায় র্যাক বাংলাদেশ রবিবার কিশোরগঞ্জ পপি পার্ট মিলনায়তনে এ সংলাপের আয়োজন করে।
ব্র্যাকের নির্বাহী পরিচালক ইবাদুর রহমান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মো. আ. মান্নান ও জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে আগাম বন্যায় ফসল, মৎস্য সম্পদ ও গবাদি পশু রক্ষায় করণীয় বিষয়ে সকলেই মুক্ত আলোচনা করেন। সংলাপের সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরে উপস্থাপন করা হবে বলে জানানো হয়।
এতে পপি এলনা প্রকল্পের প্রকল্প কর্মকর্তা কানিজ ফাতেমা, প্রকল্প কর্মকর্তা (হিসাব) হারুন অর রশিদ, সবার জন্য স্বাস্থ্য এর নির্বাহী পরিচালক মোবারক হোসেন, আর্প এর পরিচালক জাহাঙ্গীর ফকির, আরডিও এর নির্বাহী পরিচালক রুবিনা আক্তার, ডিএসও এর নির্বাহী পরিচালক সাকী আক্তার, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সাইফউদ্দীন আহমেদ লেনিন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্য, হাওর অঞ্চলের কৃষক প্রতিনিধিসহ এলনা প্রকল্পের লিড অ্যাক্টরবৃন্দ অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/ফারজানা