“জলাতঙ্ক : অপরকে জানান, জীবন বাঁচান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ সকালে জেলা স্বাস্থ্য ও প্রাণী সম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে হাসপাতাল চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে হাসপাতাল মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডা. সাইফুল ফেরদৌস মো. খায়রুল আতাতুর্ক’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. কবির আহম্মেদ, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাদিম সরকার প্রমুখ।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন