ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ ঝালকাঠি জেলা কমিটি। রবিবার দুপুর সাড়ে ১২টায় ঝালকাঠি জেলা প্রশাসক মো. হামিদুল হকের মাধ্যমে এ স্মারকলিপি পাঠানো হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর, সাংগঠনিক সম্পাদক এস এম রেজাউল করিম, ঝালকাঠি জেলা বিএমএসএফ’র সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু, সাবেক প্রচার সম্পাদক রুহুল আমিন রুবেল, সাবেক কোষাধ্যক্ষ এইচ এম গিয়াস উদ্দীন, সদস্য আতিকুর রহমান, ইমরান হোসেন আদনান, খাইরুল ইসলাম, সময় টিভি’র ক্যামেরা পার্সন মিজানুর রহমান।
এসময় নেতৃবৃন্দ ডিজিটাল নিরাপত্তা আইনকে সাংবাদিকদের কণ্ঠরোধের আইন অভিহিত করে আইনটির জন্য রাষ্ট্রপতিকে স্বাক্ষর না করার জন্য সারাদেশের সাংবাদিকদের পক্ষে বিএমএসএফ এ অনুরোধ জানায়।
এ আইনটি কার্যকর করা হলে দেশে অনিয়ম দুর্নীতি এবং সন্ত্রাস ব্যাপক হারে বৃদ্ধি পাবে বলে আশংকা প্রকাশ করছেন সংগঠনটির নেতৃবৃন্দ। কারণ এ আইনটি কার্যকর হলে একজন সাংবাদিক নির্বিঘ্নে গোপনীয়তা রক্ষা করে তার পেশাগত দায়িত্ব পালন করতে পারবেনা। ডিজিটাল আইনে বলা আছে গোপনে কোন প্রমাণ সংরক্ষণ করা যাবে না যা অনুসন্ধানী সাংবাদিকতায় বাধা হবে।
বিডি প্রতিদিন/৩০ সেপ্টেম্বর ২০১৮/হিমেল