বরিশালে বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকাল ১০টায় নগরীর সার্কিট হাউজ চত্তর থেকে জেলা প্রশাসনের আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটির (সনাক) সহযোগীতায় র্যালিটি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্তরে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসনের হলরুমে দিবসটি উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সনাক বরিশালের সাবেক সভাপতি নূরজাহান বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. ইকবাল আকবর।
সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমাজসেবক মো. হোসেন চৌধুরী। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন, এনজিও সংগঠক কাজী জাহাঙ্গীর কবির, আনোয়ার জাহিদ, সমাজসেবক জীবন কৃষ্ণ দে, সনাকের আঞ্চলিক সমন্বয়কারী মনিরুল ইসলাম এবং গণশিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক জানে আলম এবং শুভংকর চক্রবর্তী।
এছাড়াও বিভিন্ন উন্নয়ন সংস্থার কর্মকর্তা ও সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা সকল সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে সিটিজেন চার্টার বোর্ড স্থাপনসহ সকল প্রতিষ্ঠানে তথ্য কর্মকর্তা নিয়োগের দাবি জানান। দেশে সু-শাসন প্রতিষ্ঠায় দুর্নীতি প্রতিরোধে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা।
বিডি প্রতিদিন/৩০ সেপ্টেম্বর ২০১৮/হিমেল