বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বাগেরহাট জেলা প্রশাসন ও সনাক র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। রবিবার সকালে শহরের খানজাহান আলী ডিগ্রি কলেজের সামনে থেকে র্যালিটি বের হয়ে সার্কিট হাউসে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রসাশক তপন কুমার বিশ্বাস। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, ডেপুটি সিভিল সার্জন ডা. প্রদিপ কুমার বকশি, সনাকের ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর এ. বি. এম. মোশারফ হুসাইন, বাগেরহাট সনাক সদস্য সাহ আলম টুকু জেলা তথ্য কর্মকর্তা ফরিদ উদ্দিন আহমেদ, অধ্যাক্ষ আসিফ উদ্দিন রাখিসহ সরকারি কর্মকর্তা, সমাজ সেবক ও স্কুল-কলেজের ছাত্রছাত্রীবৃন্দ।
আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, তথ্য অধিকার আইনের প্রকৃত সুফল অর্জনে সরকার, তথ্য কমিশন ও জনগণ এই তিন অংশীজনের কার্য্যকর সমন্বয় ও অংশগ্রহণ খুবই জরুরি। তাই জনগণকে এই আইন ব্যবহারে উৎসাহিত করার পাশাপাশি সরকার, সুশীল সমাজ, বেসরকারি সংগঠন এবং গণমাধ্যমের সমন্বিত উদ্যোগ নেওয়াই একমাত্র কার্যকর উপায়।
বিডি প্রতিদিন/৩০ সেপ্টেম্বর ২০১৮/হিমেল