কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের মাদকের স্বর্গরাজ্য সাতঘরিয়াপাড়া এলাকায় ইটের স্তুপ থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার রাতে এসব ইয়াবা উদ্ধার করা হয় যার মূল্য প্রায় ৯০ লাখ টাকা।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো. আছাদুদ-জামান চৌধুরী জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার রাতে একটি ইটের স্তুপের পাশে সামান্য মাটি খুড়া অবস্থায় কালো পলিথিন উদ্ধার করে। এতে পলিথিনে মোড়ানো ইয়াবা ভর্তি একটি প্যাকেট পাওয়া যায়। পরে প্যাকেটটি খুলে গণনা করে ৯০ লাখ টাকা মূল্যমানের ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে’।
বিডি প্রতিদিন/৩০ সেপ্টেম্বর ২০১৮/হিমেল