টাঙ্গাইলের মধুপুরে নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মধুপুর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
মধুপুর থানার ওসি সফিকুল ইসলাম জানান, আজ রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মধুপুর পৌর শহরের কাজী পাড়া মহল্লা থেকে ইয়াবা বেচাকেনা করার সময় নারীসহ ৩ জনকে হাতে নাতে গ্রেফতার করে মধুপুর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- মধুপুর পৌর শহরের কাজী পাড়া মহল্লার মৃত বিনোদ চন্দ্র দাসের ছেলে বিরেন চন্দ্র দাস (৫৪), মৃত আ. গণির মেয়ে নাছিমা বেগম (৪৫) ও মৃত আজহার আলীর ছেলে মো. সোহেল রানা (৩২)।
পুলিশ জানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মধুপুর থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মধুপুর থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার