আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বাংলাদেশের মানুষ এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ নির্মাণে ঐক্যবদ্ধ হয়েছেন। আজ রবিবার বেলা ১২টায় বোচাগঞ্জ উপজেলা ১নং নাফানগন ইউনিয়নের কেডিজি উচ্চবিদ্যালয় মাঠে ৮টি গ্রামের ৬৯৫টি বাড়িতে বিদ্যুৎ সংযোগের উদ্বোধনকালে এক সুধী সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে এ কথা বলেন তিনি। এর আগে সকালে বিশ্ব নারী দিবসে বোচাগঞ্জ উপজেলা হলরুমে প্রধান অতিথির বক্তব্য রাখেন খালিদ মাহমুদ চৌধুরী।
বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. ফকরুল আহসানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন পল্লী বিদ্যুৎ সমিতি দিনাজপুর-১ এর জেনারেল ম্যানাজার হরেন্দ্রনাথ বর্মন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নইমউদ্দিন শাহ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. তৈমুর ইসলাম, গীতা রাণী রায় প্রমুখ। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সেতাবগঞ্জ পৌরসভার মেয়র আব্দুস সবুর, বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মো. আফছার আলী, সাংগঠনিক সম্পাদক মো. শামীম আজাদসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ ও ছাত্র লীগের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এ মজুমদার