বগুড়ার সোনাতলা থেকে মোকামতলা সড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও মুখোশের জন্য ব্যবহৃত ৫টি মানকিক্যাপ উদ্ধার করেছে থানা পুলিশ।
বগুড়ার সোনাতলা থানা পুলিশ জানায়, শনিবার রাত ৩টার দিকে সোনাতলা মোকামতলা সড়কের উত্তর আটকরিয়া এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। এমন সংবাদের ভিত্তিতে সোনাতলা থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ শরিফুল ইসলাম, মহিউদ্দিন ও নিরঞ্জন চন্দ্রের নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযান চালায়। অভিযানে উপজেলার উত্তর আটকরিয়া গ্রামের সড়ক সংলগ্ন আমিনুর ইসলামের কলাবাগান থেকে ডাকাতদলের ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, গাইবান্ধার সাঘাটা উপজেলার অনন্তপুর গ্রামের মৃত আব্দুস ছালামের ছেলে আব্দুল হক (৫০), বগুড়ার শিবগঞ্জ উপজেলার মির্জাপুর এলাকার আব্দুল জলিলের ছেলে সুজন মিয়া (২৫), একই উপজেলার সাইনকইড় এলাকার মৃত ধলু ব্যাপারীর ছেলে শফিকুল ইসলাম (৪০), গাংনগর পোড়ানগড়ি এলাকার আব্দুর রহমানের ছেলে রফিকুল ইসলাম (৩৪) ও গাংনগর মাঝপাড়া এলাকার লাল মিয়ার ছেলে সোনা মিয়া (৩৫)। এসময় তাদের নিকট থেকে ১টি হাসুয়া, ১টি লোহার সাবল, ১টি ছোরা, ১টি চাকু, ১টি প্লাস, ৪টি মোবাইল সেট ও ৫টি মানকি ক্যাপ (মুখোশের কাজে ব্যবহারের জন্য) উদ্ধার করে।
বগুড়া সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শরিফুল ইসলাম ডাকাতদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার