কক্সবাজারের টেকনাফে র্যাবের অভিযানে বিদেশী ৮১ হাজার ৬শ' পিস সিগারেটসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে। আটককৃত হচ্ছেন, টেকনাফ হ্নীলা ইউনিয়নের জাদিমোড়া ক্যাম্পের ব্লক-সি-২ এর বাসিন্দা রশিদ আহম্মেদের ছেলে আব্দুল রজব (২৮)।
র্যাব-৭ এর অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান (পিপিএম) জানান, রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে র্যাব-৭, টেকনাফ ক্যাম্পের ইনচার্জ মির্জা শাহেদ মাহতাবের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক দল হ্নীলা ইউনিয়নের জাদিমোড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ বার্মিজ ৮১ হাজার ৬শ' পিস সিগারেটসহ এক রোহিঙ্গা যুবককে আটক করতে সক্ষম হয়। উদ্ধারকৃত সিগারেটের আনুমানিক মূল্য ৮ লাখ ১৬ হাজার টাকা। আটককৃত আসামি এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার