পটুয়াখালীর কলাপাড়ায় ইউরিয়া সারের সংকট দেখা দিয়েছে। প্রতিদিন সকাল-বিকেল কৃষক সার ক্রয় করতে এসে না পেয়ে ক্ষোভ প্রকাশ করে বাড়ি ফিরে যাচ্ছেন। তাদের দাবি, সার বিক্রিতে ব্যবসায়ীরা কৌশল শুরু করেছেন। তবে সময় মত সার না পাওয়ায় ফসল ভালো পাবেন না বলে কৃষকরা জানিয়েছেন।
কৃষক মো.নেছারউদ্দিন জানান, এখন আমন ক্ষেতে সার দেয়ার সময়। গত তিন-চার দিন ধরে সকাল বিকেল সারের দোকানগুলোতে ঘুরে ঘুরে সার কিনতে পারেরনি। সবাই বলে নাই। প্রত্যেক বছর এমন সময় সারের সংকট দেখা দেয়।
পৌর শহরের চিংগড়িয়া এলাকার কৃষক সুনিল তিনিও সারের জন্য দোকান গিয়ে খালি হাতে ফিরে আসেন বলে জানান।
উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল মান্নান সার সংকট অস্বীকার করে সাংবাদিকদের তিনি বলেন, আজ মঙ্গলবার থেকে সকল কৃষক সার পাবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার