নির্বাচন কিভাবে এবং এর প্রক্রিয়া কি হবে তা সংবিধানে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। মঙ্গলবার দুপুরে জেলা সদরের দাড়োয়ানী নামক স্থানে নীলফামারী-সৈয়দপুর ১৫ কিলোমিটার মহাসড়কে উন্নীতকরণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির উদ্দেশে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘সাত দফা কেন ১৪ দফা দিলেও আমাদের করার কিছু নেই। সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আপনারা যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, দেশটাকে যদি ভালোবাসেন, তাহলে বিশৃঙ্খলা করবেন না।’
তিনি বলেন, ‘পৃথিবীর সব দেশের সংবিধানে যা আছে, যে নিয়ম আছে সেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটের নিয়ম কাগজে কলমে সংবিধানের মধ্যে লেখা আছে সেটা সংসদে পাশ করা। সংসদে আপনারা যদি আসতে পারেন, আপনারা নিয়ম বদলাবেন।’
নীলফামারী সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী একেএম হামিদুর রহমানের সভাপতিত্বে বক্তৃতা করেন পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহিনুর আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক প্রমুখ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম