নাটোরে রাজবাড়ি প্রভাতি লাইন্স ক্লাবের আরপিএল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন বিদায়ী জেলা প্রশাসক শাহীনা খাতুন। মঙ্গলবার বেলা ১২টায় নাটোর শহরের শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন এলাকায় এ ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান হয়।
ক্লাবের সভাপতি নাটোর সদর এসিল্যান্ড শামীম ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, ২ নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ হেসেন, আরপিএল ক্লাবের সহ-সভাপতি গোলাম সারোয়ার গিলবার্ড, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় চৌধুরী প্রমুখ।
প্রতিষ্ঠার পর থেকে রাজবাড়ি প্রভাতি লাইন্স ক্লাবের আরপিএল নাটোরে সমাজ সচেতনতা ও শিক্ষা বিস্তারে এবং সমাজসেবামূলক কাজে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম