বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসাসহ ৭ দফা দাবিতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ নাটোরে বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিয়েছে।
বুধবার সকালে শহরের আলাইপুরের অস্থায়ী কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করর চেষ্টা করলে বিপুল সংখ্যক পুলিশ বাধা প্রদান করে। পুলিশি বাধার মুখে তাৎক্ষণিক দলীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ করে নাটোর জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহ সভাপতি শহিদুল ইসলাম বাচ্চু, শহর সভাপতি এ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর, সদর থানা সভাপতি রহিম নেওয়াজ, সলডাঙ্গা থানা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবেদুর রহমান তালুকদার। বক্তারা গণতান্ত্রিক কর্মসূচিতে পুলিশি বাঁধার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ।
বিডি প্রতিদিন/৩ অক্টোবর ২০১৮/হিমেল