নোয়াখালীতে উৎসব মুখর পরিবেশে তিন দিনব্যাপী চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা আয়োজনের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি চলছে। নোয়াখালী জিলা স্কুল মাঠে মেলার প্যান্ডেল, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ ও স্টল তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা।
মেলার প্রস্তুতি নিয়ে বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং করেন জেলা প্রশাসক তন্ময় দাস। এ সময় তিনি জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় সর্বসাধারণের অংশগ্রহণে মাইজদী শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। জিলা স্কুল মাঠে উন্নয়ন মেলার ৮৫টি স্টলে সরকারি বিভিন্ন দফতরের উন্নয়ন কার্যক্রম জনসম্মুখে তুলে ধরা হবে। এছাড়া প্রতিদিন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেও সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরা হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সর্বস্তরের মানুষের জন্য মেলা প্রাঙ্গন উন্মুক্ত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুর রউফ মন্ডল, স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. মাসুদ হোসেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামাল হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবু ইউসুফ প্রমুখ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম