দিনাজপুরের বিরলে পুকুরের পানিতে পড়ে রিহান নামে সাড়ে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
মৃত শিশু রিহান বিরল উপজেলার ফরক্কাবাদ ইউপি’র মেড়াগাঁও সরকার পাড়া গ্রামের মানিকের ছেলে।
বুধবার দুপুর সোয়া ২টার দিকে বিরলের ফরক্কাবাদ ইউপি’র মেড়াগাঁও সরকার পাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
এলাকাবাসীরা জানায়, বুধবার দুপুর সোয়া ২টার দিকে বিরল উপজেলার ফরক্কাবাদ ইউপি’র মেড়াগাঁও সরকার পাড়া গ্রামের মানিকের শিশুপুত্র রিহান বাড়ীর পাশে ফুফু রোজিনার বাড়িতে বেড়াতে যায়। এরপর সে সকলের অজান্তে বাড়ির সংলগ্ন পুকুরের পানিতে পড়ে গেলে সে মারা যায়।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন