বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজা দেওয়ার প্রতিবাদে বগুড়ায় সমাবেশ ও স্মারকলিপি দিয়েছে জেলা বিএনপি। আজ বুধবার বেলা ১১ টায় বগুড়া জেলা বিএনপি দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি’র সদস্য ও বগুড়া জেলা বিএনপি’র সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, রেজাউল করিম বাদশা, মুক্তিযোদ্ধা শোক রানা, লাভলী রহমান, এ্যাড. হাফিজুর রহমান, সিপার আল-বখতিয়ার, মেহেদী হাসান হিমু, তাহাউদ্দিন নাহিন, এ্যাড. নাজমুল হুদা পপন প্রমুখ।
বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম বলেন, সরকারের নির্মমতা নির্যাতন দেশের সর্বত্রই দৃশ্যমান হয়েছে। জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধের দাবিতে জেলা বিএনপি কর্তৃক জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার