ফরিদপুরে ১০ টাকা কেজি দরে চাল বিতরণে অনিয়ম এবং বেনামে বিপুল পরিমাণ ভুয়া কার্ড তৈরি করে চাল উত্তোলন করায় এক ডিলারকে আটক করেছে র্যাব-৮ সদস্যরা। বুধবার বেলা সোয়া ১২টার দিকে র্যাব বিশেষ অভিযান চালিয়ে সদর উপজেলার ধুলদী গ্রাম থেকে তাকে আটক করা হয়।
র্যাব-৮ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিক্তিতে ধুলদী বাজারে অবস্থিত মেসার্স শহিদুল ট্রেডার্সে অভিযান চালানো হয়। এসময় মালিক মো. জাফর ইকবাল চুন্নুকে আটক করে। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি ১০ টাকা কেজি দরের চাল বিক্রিতে ব্যাপক অনিয়ম করছে। তাছাড়া তিনি নামে বেনামে বিপুল পরিমান ভুয়া কার্ড তৈরি করে সরকারি খাদ্য গুদাম থেকে অবৈধভাবে চাল উত্তোলন করে আসছিল।
এছাড়া ১০ কেজি চাল বিক্রির কর্মসূচিতে প্রত্যেক কার্ডধারীকে বস্তাপ্রতি ৩০ কেজি করে চাল দেবার কথা থাকলেও প্রত্যেক ক্রেতাকে ৩-৪ কেজি করে চাল কম দেয়া হতো। অভিযান পরিচালনার সময় ডিলার জাফর ইকবাল চুন্নুর হেফাজতে থাকা ১৩ টন চাল ও ৮১টি ভুয়া কার্ড জব্দ করা হয়। পরে আটককৃত ডিলার জাফর ইকবাল চুন্নুকে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) পারভেজ মল্লিক আটককৃত জাফর ইকবালকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেল হাজতে পাঠিয়ে দেয়। জব্দকৃত চাল মাচ্চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় দেয়া হয়।
বিডি প্রতিদিন/৩ অক্টোবর ২০১৮/হিমেল