নাটোরের সিংড়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণে অবৈধ ও যৌন উত্তেজক ঔষধ জব্দ করেছে র্যাব। এসময় সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ২ জনকে আটক করা হয়েছে।
আজ বুধবার সকালে সিংড়া পৌর এলাকায় বিভিন্ন ঔষধের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ ঔষধ ও নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়। সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে উপজেলার বিনগ্রামের মহশিন আলী (৪৫), আলমগীন হোসেন (২৬) হাতেনাতে গ্রেফতার করা হয়।
ভ্রাম্যমাণ আদালত গ্রেফতারকৃত আসামিদের ৬ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে গ্রেফতারকৃত আসামিদের নাটোর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার