দিনাজপুরের চিরিরবন্দরে বিরোধীয় বসত বাড়ির ভিটাতে ঘর নির্মাণকালে প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হয় আসু চন্দ্র রায়। তাকে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। এই ঘটনায় আরো নারীসহ ৫ জন আহত হয়েছেন। আহতদেরকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এই ঘটনার সাথে জড়িত সন্দেহে ৬ জনকে জিঙ্গসাবাদের জন্য আটক করেছে।
আজ বুধবার বেলা ১১টার দিকে চিরিরবন্দর উপজেলার ঈসবপুর ইউনিয়নের উত্তর সুকদেবপুর গ্রামের বিন্যাকুড়ি বাজারের গাবেরতল নামক স্থানে এ ঘটনা ঘটেছে।
নিহত আশু চন্দ্র রায়(৪৫) চিরিরবন্দর উপজেলার বিন্যাকুড়ি বাজার সংলগ্ন মাছুয়াপাড়া গ্রামের গঙ্গাপ্রসাদ রায়ের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, আসু চন্দ্র রায়ের সাথে বসতভিটার সাড়ে ৩ শতক জমি নিয়ে প্রতিপক্ষের সাথে বিরোধ চলে আসছিল। বুধবার বসতভিটায় ঘর নির্মাণকে কেন্দ্র করে মারপিটের ঘটনা ঘটে। এতে আসু চন্দ্র রায় গুরুতর আহত হন। এসময় আসুর পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই মারা যায়।
চিরিরবন্দর থানার ওসি হারেসুল ইসলাম বসত ভিটায় ঘর নির্মাণকে কেন্দ্র করে নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করা হয়েছে। প্রকৃত ঘটনা জেনে তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার