ভোলায় একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে চাপা পড়ে ইয়ামিন (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (৬ নভেম্বর) রাত ৯টার দিকে ভোলা-ইলিশা সড়কের হাজিরজাট বাজার নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ইয়ামিন সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কন্দকপুর গ্রামের মৃত মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের ছেলে। তিনি ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের গাড়িচালক ছিলেন বলে জানা গেছে।
ভোলা সদর মডেল থানার (ওসি/তদন্ত) মনিরুল ইসলাম জানান, রাতে ট্রাকটি ভোলা থেকে ইলিশার দিকে যাচ্ছিল। মোটরসাইকেল আরোহী ইয়ামিন ট্রকটিকে ওভারটেক করতে গিয়ে গাড়িটির চাপায় পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ ট্রাক ও হেলপারকে আটক করলেও চালক পালিয়ে যায়।
বিডি প্রতিদিন/হিমেল