বগুড়ার শিবগঞ্জে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' সোমবার রাতে জেএমবির বাংলাদেশ শাখার আমির খোরশেদ আলম ওরফে মাস্টার ওরফে সামিল (৩৮) নিহত হয়েছেন। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার রাত দেড়টার দিকে শিবগঞ্জে ওই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। খোরশেদ আলমকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হয়। রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
জেএমবির বাংলাদেশ শাখার আমির খোরশেদ আলম ওরফে মাস্টার ওরফে সামিলের বাড়ি জামালপুরের সরিষাবাড়ীর বোনারপাড়ায়।
বিডি প্রতিদিন/ফারজানা