কক্সবাজারের টেকনাফে একটি বিদেশি এনজিও'র স্টিকার লাগানো মাইক্রোবাস থেকে ১ লাখ ১৫ হাজার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। তার নাম মীর কাশেম (৩০)।
আজ মঙ্গলবার সকালে টেকনাফ পৌরসভা কলেজ গেইট এলাকা থেকে তাকে আটক করা হয়।
কক্সবাজার র্যাব-৭ ক্যাম্পের ইনচার্জ মেজর মেহেদি হাসান জানান, মঙ্গলবার ভোরে টেকনাফ কলেজপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় একটি বিদেশি এনজিওর স্টিকারযুক্ত মাইক্রোবাস তল্লাশি করে ইয়াবা উদ্ধার করা হয়।
আটক মাদক ব্যবসায়ী ঘটনায় জড়িত থাকার ব্যাপারে স্বীকারোক্তি দিয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা