লক্ষ্মীপুরে জেলা পুলিশ সুপার দাবা খেলা প্রতিযোগিতা শুরু হয়েছে। মঙ্গলবার সকালে জেলা স্টেডিয়াম হলরুমে জেলার বিভিন্ন স্থান থেকে আসা ১৩০ জন প্রতিযোগী নিয়ে এ খেলার উদ্বোধন ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে খেলা পরিচালনা কমিটির আহবায়ক ফরিদা ইয়াছমিন লিকার সভাপতিত্বে অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ইকবাল হোসেন, সহকারী পুলিশ সুপার সার্কেল ফয়েজ আহমদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল ও সাবেক ছাত্রলীগ নেতা শাহজাহান কামাল প্রমুখ।
বক্তারা বলেন, যুব সমাজকে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে খেলাধুলার আরও প্রসার ঘটাতে গ্রাম পর্যায়েও বিভিন্ন ক্রীড়া সামগ্রী সরবরাহ করতে হবে।
পুলিশ সুপারের এই উদ্যোগকে স্বাগত জানান বক্তারা।
বিডি প্রতিদিন/কালাম