মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী পুলিশ ক্যাম্পের একটি দল আব্দুল হান্নান (৪২) নামে এক সন্ত্রাসীকে অস্ত্রসহ গ্রেফতার করেছে। সোমবার দিবাগত মধ্যরাতে করমদী ও কল্যাণপুর মাঠের মধ্যে থেকে একটি ওয়ান শুটারগান ও চার কেজি চারশ’ গ্রাম গাঁজাসহ আব্দুল হান্নানকে গ্রেফতার করা হয়। সে গাংনী উপজেলার করমদী গ্রামের আফেজ উদ্দীনের ছেলে আব্দুল হান্নান।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) হরেন্দ্রনাথ সরকার এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বামুন্দী ক্যাম্পের পুলিশ করমদী-কল্যাণপুর মাঠের মধ্য থেকে সন্ত্রাসী ও মাদক বিক্রেতা আব্দুল হান্নানকে গ্রেফতার করে। এ ব্যাপারে গাংনী থানায় মাদক ও অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে কুষ্টিয়া সদর, দৌলতপুর, পাবনা ও গাংনী থানায় মাদক, আগ্নেয়াস্ত্র ও বিভিন্ন অভিযোগে প্রায় অর্ধডজন মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার