Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ২০ নভেম্বর, ২০১৮ ১৭:৫৫
আপডেট : ২০ নভেম্বর, ২০১৮ ১৮:৩৬

নেত্রকোনায় মাদক বিক্রি বন্ধে মানববন্ধন

নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনায় মাদক বিক্রি বন্ধে মানববন্ধন

স্কুল-কলেজের শিক্ষর্থীদের কাছে মাদক বিক্রি বন্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নেত্রকোনায় মানববন্ধন পালিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে পৌর সভার সামনের সড়কে জন-উদ্যোগের আয়োজনে সাংবাদিক সুশীল সমাজ, শিশু ছায়া ও হিমু পাঠক আড্ডাসহ শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এ মনববন্ধন কর্মসূচি পালিত হয়।

এ সময় বক্তব্য রাখেন জনউদ্যোগের আহবায়ক কামরুজ্জামান চৌধুরী, প্রেস ক্লাবের সম্পাদক শ্যামলেন্দু পাল, সাবেক যুগ্ম সম্পাদক আলপনা বেগম, শিক্ষক আরিফুল হক রিপন, সাংবাদিক একে কে এম আব্দুল্লাহ, সুজাদুল ইসলাম ফারাস, সাহিত্য সমাজের সাইফুলল্লাহ এমরান, শিশু ছায়ার সভাপতি সোহায়েব আহমদ, হিমু পাঠক আড্ডার জুয়েল রানাসহ অন্যান্যরা। 

বক্তারা অবিলম্বে স্কুল-কলেজের শিক্ষার্থীদের হাতে বিড়ি-সিগারেটসহ সকল প্রকার মাদক বিক্রি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপের প্রতি জোর দাবি জানান।

বিডি প্রতিদিন/এ মজুমদার


আপনার মন্তব্য