ঝালকাঠির রাজাপুরে নতুন বিদ্যুৎ খুটি স্থাপন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রাব্বি খান (২০) নামে এক বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার পূর্ব রাজাপুর গ্রামের সাউথপুর ব্রিজ এলাকার এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও ৫ শ্রমিক। ঠিকাদারের ভুলে এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে।
রাব্বি উপজেলার সাতুরিয়া বোর্ড অফিস এলাকার ইউনুচ খানের ছেলে। আহতরা হল-ঝালকাঠির নলছিটি উপজেলার আলী হোসেনের ছেলে পল্লী বিদ্যুতের সুপারভাইজার মনির হোসেন, রাজাপুরের সাতুরিয়ার আব্দুল কুদ্দুসের ছেলে পারভেজ হোসেন, হিরন সিকদারের ছেলে হাসিফ সিকদার, ইব্রাহিম খানের ছেলে ইমাম খান, ইমাম খানের ছেলে সিফাত খান, আলী হোসেনের ছেলে নয়ন। আহতদের রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজাপুর পল্লী বিদ্যুতের জুনিয়র প্রকৌশলী আশিক হোসেন জানান, বিকেলে পল্লী বিদ্যুতের ঠিকাদার মিন্টুর সাইড সুপারভাইজার মনির হোসেন পল্লী বিদ্যুতের সাব-স্টেশনে ফোন দিয়ে জানান উপজেলার গোডাউনের পেছনে বিদ্যুতের খুটি পরিবর্তন করতে হবে এ জন্য লাইন বন্ধ করতে হবে। তখন সাব-স্টেশন থেকে জানানো হয় ইউএনওর বাসার এলাকায় বিদ্যুতের তাঁর ছিড়ে গেছে এ জন্য ৩ নম্বর ফিডডের লাইন বন্ধ আছে। কিন্তু ওই শ্রমিকরা সাব-স্টেশনে সঠিকভাবে স্থান না জানিয়ে ৬নং ফিডের আওতার সাউথপুর ব্রিজ এলাকার লাইন চালু অবস্থায় নতুন বিদ্যুতের খুটি স্থাপন করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। তারা কর্ম এলাকার সঠিক তথ্য দিতে না পারায় এবং এক ফিডের লাইন বন্ধ করতে বলে অন্য ফিডের আওতার লাইনের কাজ করায় এ দুর্ঘটনা হয়েছে।
স্থানীয় ও কয়েক শ্রমিক জানান, শ্রমিকরা বিদ্যুৎ লাইন বন্ধ ভেবে নতুন খুটি স্থাপনের জন্য দাড় করানোর সময় খুটিটি ঝুকে বিদ্যুতের লাইনে পড়লে পুরো খুটি বিদ্যুতায়িত হয়ে শ্রমিকরা আক্রান্ত হয়।
রাজাপুর থানার ওসি তদন্ত মাইন উদ্দিন জানান, রাব্বি নামের এক শ্রকিকের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/২০ নভেম্বর ২০১৮/হিমেল