দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের “স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেইপ)'-এর উদ্যোগে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৩ সালের মধ্যে ২০ লক্ষ জনবলের কর্মস্থানের লক্ষ্যে পায়াক্ট বাংলাদেশ'র সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদের সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভীন, ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেইপ) মনিটরিং ও ইভালুয়েশন অফিসার একেএম মনজুরুল হক, এসএমও মো. আবু আজম প্রমুখ।
কর্মশালায় স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, সরকারি কর্মকর্তা, শিক্ষাক, এনজিও প্রতিনিধি, সংবাদকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার