পাবনার বেড়া উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাবলু শেখ (৪৫) নামে এক ব্যক্তিকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে প্রতিবেশীর বিরুদ্ধে। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে উপজেলার হাটুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, হাটুরিয়া গ্রামের বাবলু শেখ ও হেলালউদ্দিন একে অপরের প্রতিবেশী। তাদের বাড়ির দুই শিশুর মধ্যে বিকেলে হাটুরিয়া বাজারে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে বিকেল সাড়ে পাঁচটার দিকে দুই বাড়ির লোকজন ঝগড়ায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে হেলাল উদ্দিনের বাড়ির লোকজন বাবলু শেখের মাথায় লাঠি দিয়ে আঘাত করলে তিনি অচেতন হয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে খাইরুল ইসলাম ও শাবানা খাতুন নামের দুই জনকে গ্রেফতার করেছে।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদ মাহমুদ খান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় বাবলু শেখের স্বজনেরা থানায় মামলা দায়ের করছেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন