নোয়াখালীর চাটখিলে ট্রাকচাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে চাটখিল মহাসড়কে মার্কাস মসজিদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন।
নিহতরা হচ্ছেন, চাটখিল বাজারের ব্যবসায়ী ও পৌরসভার সুন্দরপুর গ্রামের সিরাজ উল্লাহ জসিম ও তার স্ত্রী জেসমিন আক্তার ।
এলাকাবাসী জানায়, রাতে সিএনজিযোগে চাটখিল বাজারে যাচ্ছিলেন জসিম ও তার স্ত্রী। এসময় তাদের সিএনজি’টি পৌরসভার মার্কাস মসজিদ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের সিএনজিকে সামনে থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে জসিম ও জেসমিন নিহত এবং সিএনজি চালকসহ দুইজন আহত হয়।
বিডি প্রতিদিন/২০ নভেম্বর ২০১৮/হিমেল