ময়মনসিংহের ফুলপুর উপজেলার ভাইকান্দি বাজারে এক রাতে ৫ দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। মঙ্গলবার গভীর রাতে ওই ঘটনা ঘটে।
বাজার থেকে চরগোয়াডাঙা যেতে মেইন রোডে হাজী মার্কেটে আলমগীর টেলিকম, জুয়েল টেলিকম, স্বপন ঔষধ ফার্মেসি ও শাজাহানের মনোহারি দোকানসহ মোট ৫টি দোকানে টিনের চাল কেটে ভিতরে প্রবেশ করে চুরি হয়।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আলমগীর টেলিকমের মালিক জানান, প্রথমে টিনের চাল কেটে ঘরে ঢুকে। তারপর সিলিং খুলে ভিতরে প্রবেশ করে নগদ টাকাসহ ৪ থেকে ৫ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে।
ভাইটকান্দি বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আব্দুল আহাদ মাস্টার বলেন, এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে। চোরের উপদ্রবে আমরা বিপদে আছে। পুলিশ বলছে, বিষয়টি খতিয়ে দেখা হবে।
উল্লেখ্য, এর আগে ১৩ নভেম্বর গভীর রাতে উপজেলার রূপসী বাজারে একই কায়দায় দুই দোকানে চুরি হয়েছে এবং ওই ঘটনায়ও থানায় জিডি হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত