কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভে ইয়াবা চালান খালাসকে কেন্দ্র করে দুই মাদক ব্যবসায়ী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।
বুধবার ভোরে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের জিরো পয়েন্ট এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ইয়াবা ও অস্ত্রসহ গুলিবিদ্ধ লাশ দুটি উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন, নজির আহমদ ওরফে নজির ডাকাত (৩৮)। তিনি সাবরাং ইউনিয়নের কচুবনিয়া এলাকার আবদুর রহিমের ছেলে। অপরজন হ্নীলা ইউনিয়নের লেদা নয়াপাড়ার আমির হামজার ছেলে আবদুল আমিন। তাদের বিরুদ্ধে মানবপাচার ও মাদকসহ থানায় একাধিক মামলা রয়েছে।
টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে ইয়াবা খালাসকে কেন্দ্র করে দুই ইয়াবা ব্যবসায়ী গ্রুপের মধ্যে গোলাগুলি ঘটনা ঘটেছে, এমন খবর পেয়ে থানা পুলিশের একটি দল ওই এলাকায় পৌঁছলে ইয়াবা ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে সেখান থেকে গুলিবিদ্ধ দু’জনের মৃতদেহ উদ্ধার করা হয়। স্থানীয় লোকজন লাশ দুটি নজির আহমদ ও আবদুল আমিন বলে শনাক্ত করে।
এসময় ঘটনাস্থল থেকে ৪টি এলজি অস্ত্র, ৯ রাউন্ড গুলি ও ১০ হাজার ১৫০পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
ওসি আরও বলেন, ইয়াবাকে কেন্দ্র করে দুই গ্রুপের গোলাগুলির ঘটনায় তাদের মৃত্যু হয়েছে। নিহত দুজনই শীর্ষ ইয়াবা ব্যবসায়ী।
বিডি প্রতিদিন/কালাম