পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানিসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম বন্ধ রয়েছে।
তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম সাংবাদিকদের জানান, বুধবার সরকারি ছুটি থাকায় হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার পুনরায় বন্দরের সব কার্যক্রম শুরু হবে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি আব্দুস সবুর জানান, বন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
বিডি প্রতিদিন/কালাম