চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভোগাইল বগাদী গ্রামে অজ্ঞাত এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় গ্রামের একটি পান বরজ থেকে ওই ব্যক্তির ক্ষত-বিক্ষত মরদেহটি উদ্ধার করে আলমডাঙ্গা থানা পুলিশ।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান মুন্সি জানান, সোমবার সকালে ভোগাইল বগাদী গ্রামের কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে অজ্ঞাত ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি আরো জানান, গ্রামের জনৈক রশিদুল ইসলাম নামে এক কৃষকের পান বরজ থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষত-বিক্ষত করে হত্যা করা হয়েছে। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। হত্যার কারণ ও নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার