করতোয়া নদী ও শশ্মানঘাট ভরাট করে সিরাজগঞ্জের রায়গঞ্জে সারুটিয়া গ্রামে আশ্রয়ণ প্রকল্পের কাজ বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার সকাল ১১টায় করতোয়া নদীর তীরে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন রাজু, মোয়াজ্জেম হোসেন, পরেশ সরকার ও অরুনী বিশ্বাস প্রমুখ।
বক্তারা বলেন, করতোয়া নদীর ধারে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন শশ্মান হিসেবে ব্যবহার করে আসছে এবং শতশত কবর রয়েছে। এগুলো উচ্ছেদ করে এবং নদী ভরাট করে আশ্রয়ণ প্রকল্প নির্মাণ করা হচ্ছে। এতে সংখ্যালঘু সম্প্রদায় যেমন ক্ষতিগ্রস্ত হবে তেমনি নদী ভরাট করায় কৃষি কাজে মারাত্বক ব্যাঘাত সৃষ্টি হবে। এ অবস্থায় অবিলম্বে প্রকল্পটি অন্যস্থানে স্থানান্তরের দাবি জানান এলাকাবাসী।
বিডি প্রতিদিন/হিমেল